কার্ড ব্যবহার করেই সাংবাদিক হয়ে যাচ্ছে, ব্যবস্থা নিন: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, সাংবাদিকেরা হলো সমাজের আয়না। তাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে এবং হলুদ সাংবাদিকতামুক্ত করতে হবে।

এমপি আরো বলেন, বর্তমানে একটি কার্ড ব্যবহার করেই সাংবাদিক হয়ে যাচ্ছেন। সময় এসেছে সাংবাদিকদের সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনারা ব্যবস্থা নিন।

১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার খাসনগর দিঘিরপাড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন। যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি দেওয়ান সামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, সোনারগাঁও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামান, যুগান্তরের সোনারগাঁয়ে স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, তাঁজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সহ-সভাপতি রোকনুজ্জামান, যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মহসিন প্রমূখ। এসময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।