সোনারগাঁয়ে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরীক্ষা চলাকালীন সময়ে উচ্চ শব্দে মাইক বাজানো নিষিদ্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন। ২ ফেব্রুয়ারি রবিবার মিডিয়াতে নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার কোথাও উচ্চ শব্দে মাইক বাঁজানো যাবেনা। বিশেষ করে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাঁজানো সম্পূর্ণ নিষেধ।

এর কারন হিসেবে তিনি বলেন, উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানোর কারণে বয়স্ক মানুষ, রোগী, শিশুরা অসুস্থ হয়ে পড়ে। এছাড়া পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

৩ ফেব্রুয়ারি সোমবার থেকে দেশব্যাপী শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য উপজেলার প্রত্যেকটি ওয়াজ মাহফিলের শব্দ প্যান্ডেলের ভেতর সীমাবদ্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের ব্যাপারেও একই নির্দেশনা বলবৎ থাকবে। কেউ এ নির্দেশনা অমান্য করলে উচ্চ শব্দ বাঁজানোকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন বলেন, উপজেলার কোথাও রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাঁজানো যাবেনা। উপজেলার প্রত্যেকটি মহল্লায় দু’একদিনের মধ্যে প্রশাসনিকভাবে এ সংক্রান্ত চিঠি দেয়া হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।