হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রশংসা করলেন বিচারপতি মীর হাশমত আলী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১১ জানুয়ারি শনিবার ‘হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে বার্ষিক বই বিতরণ উৎসব ও অটিজম সেবায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাশমত আলী।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ও অধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিচারপতি মীর হাশমত আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে অটিজম সেবায় বাংলাদেশ কর্তৃক গৃহিত বিভিন্ন পদক্ষেপ সমুহ উল্লেখ্য করে বলেন, আজ অটিজমদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিচারপতি আরো বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। এদের সুপ্ত প্রতিভা আছে। তাদের উপযুক্ত করে গড়ে তুলে তাদের প্রতিভাকে দেশ জাতির সার্থে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথি হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রশংসা করে বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্যেও প্রতিষ্ঠানটি যেভাবে অটিজম শিশু কিশোরদের মাতৃস্নেহে আগলে রেখেছে তা অটিজম সেবায় জনগণকে অনুপ্রাণিত করবে।

এসময় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।