উচ্চস্বরে মাইক, সাউন্ডবক্স, গাড়ির হর্ণ না বাঁজাতে পুলিশের অনুরোধ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

পিএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের কোথাও উচ্চস্বরে মাইক, সাউন্ডবক্স ও গাড়ির হর্ণ না বাঁজাতে জেলা পুুলিশ অনুরোধ জানিয়েছে। ১৭ নভেম্বর রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় জেলা পুুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ নভেম্বর রবিবার হতে সারাদেশে একযোগে পিএসসি পরীক্ষা শুরু হয়েছে। পিএসসি পরীক্ষাকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময় উচ্চস্বরে মাইক, সাউন্ডবক্স, গাড়ীর হর্ণ না বাঁজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।