অঙ্গ সংগঠন বাদেই জিয়ার মাজারে মহানগর বিএনপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির নেতারা। যেখানে মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণ দেখা যায়নি। বিএনপির পূর্ণাঙ্গ কমিটিরও অনেক নেতাদের অংশগ্রহণ দেখা যায়নি। মহানগর যুবদল ও ছাত্রদলের শীর্ষ কোন নেতাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।

১৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় রাজধানীর শের-ই বাংলা নগরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করা হয়।

ওই সময় উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা দেশের মানুষের অধিকার হরণ করেছে। গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কাজ করছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেসারুল হক, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, নুরুল ইসলাম সরদার, হাজী নুরু উদ্দিন, ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, অ্যাডভোকেট রফিক আহম্মেদ, যুগ্ম-সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, কোষাধ্যক্ষ সোলেয়মান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান সায়েম, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বুলবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহরীয়ার চৌধুরী ইমন, সহ-যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জনি, মহানগর স্বেচ্ছা সেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, আরাফাত হোসেন, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক দুলাল হোসেন, মহানগর ছাত্র দলের সহ-সভাপতি শফিক আহম্মেদ, মহানগর প্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহমেদ, মহিলা দলের সদস্য সচিব কাউন্সিলর আয়শা আক্তার দিনা প্রমুখ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সেক্রেটারি মমতাজ উদ্দীন মন্তু, মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, সেক্রেটারি মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম ও মহানগর মহিলা দলের আহ্বায়ক রাশিদা জামাল সহ অন্যান্য সহযোগী সংগঠণের নেতারা।