মাকসুদের ফুটবলকে বিজয়ী করার পরিকল্পনায় ষড়যন্ত্রের ফাঁদে পিতা-পুত্র!

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম ও তার পুত্র আবুল কাউসার আশা ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন। এই আসনে ধানের শীষকে পরাজিত করে ফুটবলকে বিজয়ী করার ষড়যন্ত্রকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন আবুল কালাম ও আশা। যারা নামকাওয়াস্তে দিনের বেলায় ধানের শীষের পক্ষে শুধুমাত্র মিছিল করে গলাবাজি করলেও ভেতরে তারা ধানের শীষের পরাজয় চাচ্ছেন।

অন্যদিকে স্থানীয় কিছু গণমাধ্যমে গুজব রটেছে যে, কালামের ধানের শীষকে পরাজিত করে মাকসুদের ফুটবলকে বিজয়ী করতে মাকসুদের সঙ্গে গোপন বৈঠক করেছেন মহানগর বিএনপির দুই নেতা। এমন গুজবের পরেও ওই শীর্ষ দুই নেতার প্রতি সন্দেহের বাসা বেধেছে নেতাকর্মীদের মনে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপির বেশকিছু নেতার গতিবিধি সন্দেহজনক দেখছেন তারা।

এদিকে কালামপুত্র আবুল কাউসার আশাকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। গণমাধ্যমে আশার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে, যার পেছনে কলকাঠি নাড়ছেন ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই। স্থানীয় কিছু মিডিয়াকে প্রভাবিত করে আবুল কালাম ও আশাকে বিতর্কিত করে ধানের শীষের ভোট কমাতে চাচ্ছেন। প্রতিদ্বন্ধি প্রার্থীদের এহেন কাজের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়া গেলেও বিএনপির ভেতরেই ঘাপ্টি মেরে থাকা আবুল কালাম ও আশার চারপাশে থাকা ব্যক্তিদের অনেকেই ইন্দন দিচ্ছেন।

নির্বাচনে আবুল কালামকে জিম্মি করে রাখার চেষ্টা করছেন এক বিএনপি নেতা, যার প্রতি বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা তীক্ত বিরক্ত। ওই ব্যক্তি অনেকটা জোর করেই লজিস্টিক ম্যানেজার সেজে বসেছেন। তার কুৎসিত আচার আচরণে বিএনপির নেতাকর্মীরা আবুল কালাম ও আশার কাছ থেকে গত কয়েকদিনেই সরে যেতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে আবুল কালামের সহজ জয়কে কঠিনতর করে তুলছেন বিতর্কিত কিছু ব্যক্তি। আবুল কালাম ও আশার দুই পাশে বিতর্কিত ব্যক্তিদের প্রভাব এবং ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ফাঁদে কার্যত দূর্বল প্রার্থী মাকসুদের কাছে হোচট খেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন নেতাকর্মীরা।