মাঠ ঘুচিয়েছে মান্নান, হাওয়ায় ভাসছে ঘোড়া ও ফুটবল!

সান নারায়ণগঞ্জ

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান নিজের নির্বাচনী মাঠ ঘুচিয়ে নিয়েছেন। তার প্রতিদ্বন্ধি বিএনপি থেকে বহিষ্কৃত দুই প্রার্থী ঘোড়া প্রতীকে রেজাউল করিম ও ফুটবল প্রতীকে গিয়াসউদ্দীন এখন পর্যন্ত প্রচারণায় সারা ফেলতে পারেনি ভোটারদের মাঝে। যেখানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় ঘরে ঘরে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা জানিয়েছেন, সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০টি ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত। গত ২১ জানুয়ারী প্রতীক বরাদ্ধের পর সোনারগাঁয়ে এখন পর্যন্ত কোনো নির্বাচনী প্রচার প্রচারণা কিংবা বৃহত্তর আকারে মিটিং করতে পারেননি রেজাউল করিম ও গিয়াস। একই দশা সিদ্ধিরগঞ্জেও। সিদ্ধিরগঞ্জের গিয়াসের বাড়ির কাছাকাছি দুটি ওয়ার্ডে তার অনুগামীরা ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করে গেলেও এর বাহিরে কোনো ওয়ার্ডে প্রচারণা চালাতে দেখা যায়নি। প্রচারণার জন্য নেতাকর্মী সমর্থকদের অভাবে ভুগছেন রেজাউল করিম ও গিয়াস।

যেসব নেতাকর্মীরা রেজাউল করিম ও গিয়াসকে স্বতন্ত্র প্রার্থী হতে চাপ সৃষ্টি করেছিলেন সেইসব নেতাকর্মীরা ধীরে ধীরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছেন। সোনারগাঁয়ে রেজাউল করিম রীতিমত একা হয়ে পড়েছেন। কদিন যাবত রেজাউল করিমের কোনো ছায়াও দেখা যাচ্ছেনা নির্বাচনী মাঠে। গিয়াসউদ্দীন তার আরেকটি নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ এ জোর দিচ্ছেন বেশি। নারায়ণগঞ্জ-৩ আসনে রেজাউল করিম ও গিয়াসের পক্ষে কোনো এলাকাতেই প্রচার প্রচারণা চালাতে দেখা যায়নি তার অনুগামীদের। ফলে ধানের শীষের জন্য ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা হলেও এই আসনে আলোচনায় হাওয়ায় ভাসছে ঘোড়া ও ফুটবল প্রতীকের দুই প্রার্থী।