নারায়ণগঞ্জ-৪ আসনেও গিয়াসকে পল্টি দিলো বিএনপির ৪জন নেতা!

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন ও নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি থেকে বহিষ্কৃত মুহাম্মদ গিয়াসউদ্দীন। নেতাকর্মীদের নিয়ে বৈঠকে করে ওই বৈঠকে নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি দুটি আসনে প্রার্থী হলেও প্রতিশ্রুতি দেয়া নেতারা তার সঙ্গে পল্টি নিতে শুরু করে দিয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে চারজন নেতা গিয়াসকে পল্টি দিয়ে বিএনপির নেতৃত্বাধীনে জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামীর প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বলয়ে ভীড়িছেন।

স্থানীয়রা জানান, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ পলাশ ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত গিয়াসের সঙ্গে রাজনীতি করেছেন। গিয়াস জেলা বিএনপির সভাপতি হওয়ার পর তাদেরকে ফতুল্লা থানা বিএনপির শীর্ষ পদে বসান। একই সঙ্গে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ২২ জানুয়ারী বৃহস্পতিবার তারা দুজনকেই দেখা গেলো মনির হোসাইন কাসেমীর সঙ্গে যোগ দিতে। এখন থেকে তারা কাসেমীর পক্ষে কাজ করবেন।

অন্যদিকে একইভাবে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহামুদ যোগদান করেছেন কাসেমীর বলয়ে। তিনিও এতদিন গিয়াসের বলয়ে রাজনীতি করেছেন। তিনিও গিয়াসের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনিও পল্টি নিলেন গিয়াসের সঙ্গে। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনও গিয়াসের বলয় ছেড়ে কাসেমীর বলয়ে গিয়েছেন। তবে এই তিন নেতা পল্টি নিলেও গিয়াসের পক্ষে ফতুল্লায় এখনো বেশকিছু শীর্ষ নেতা গিয়াসের পক্ষে অটল রয়েছেন।

এখনো গিয়াসের পক্ষে অটল রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোহাম্মদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন খন্দকার, কবির হোসেন প্রধান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনসহ আরো বেশকজন উল্লেখযোগ্য নেতা।

সূত্র বলছে, এখানে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আছেন হরিণ প্রতীকে মুহাম্মদ শাহআলম, ফুটবল প্রতীকে মুহাম্মদ গিয়াসউদ্দীন, বিএনপির জোটের প্রার্থী খেজুর গাছ প্রতীকে মুফতি মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এ ছাড়াও এনসিপির শাপলাকলি প্রতীকে আল আমিন সহ আরো বেশকজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাদের নিয়ে ভোটারদের মাঝে তেমন একটা সারা পাওয়া যাচ্ছেনা।