সান নারায়ণগঞ্জ
মনিরুল আলম সেন্টু সর্বশেষ ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে ৪বারের মত চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এর আগের নির্বাচনেও তাকে দল থেকে মনোনয়ন দিতে চাইলেও তিনি মনোনয়ন না নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ওই সময়ও তাকে শোকজ করেছিলো বিএনপি। এর আগে বিএনপির সমর্থনেই দুইবার চেয়ারম্যান নির্বাচিত হোন।
তবে আওয়ামীলীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার আগেই বিএনপি থেকে বহিষ্কৃত হোন সেন্টু। এক সময় তিনি ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে কাজ করায় বিএনপি থেকে মনিরুল ইসলাম সেন্টুকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগে যোগদান করে আওয়ামীলীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হোন সেন্টু। ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতের একাধিক ঘটনার মামলায় তাকে আসামীও করা হয়। কিন্তু তিনি বিএনপির কার্যক্রমে সক্রিয় হোন এবং ফতুল্লা বিএনপির একাংশের নেতাকর্মীরা সেন্টুকে বিএনপিতে ফিরিয়ে নেয়ার দাবি তুলেছেন।
১ জানুয়ারী বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান মনিরুল আলম সেন্টুর বহিষ্কার প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।


