নারায়ণগঞ্জ নগরীকে অচল করে দিয়ে গেছে বিগত সরকার: আবুল কালাম

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ নগরীর বর্তমান নাকাল অবস্থার কারনে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিগত সরকার গত ১৭ বছরে নগরীকে অচল করে দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। সুন্দর নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করা।

২৭ ডিসেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত হানিফ কবিরে ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে বক্তব্যে এ কথা বলেন আবুল কালাম।

প্রয়াত নেতা হানিফ কবিরকে শ্রদ্ধাভরে স্মরণ করে আবুল কালাম বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই হানিফ কবির ভাইকে চিনবে না, আর চিনার কথাও না। কারন আমি রাজনীতি শুরু করেছি আজ প্রায় ৩৪ বছর চলছে, এর আগে জালাল হাজী সাহেব মারা যাওয়ার পরে বিএনপির রাজনীতির হাল ধরে ছিলেন হানিফ কবির ভাই। তিনি ছিলেন নির্লোভী মানুষ। তবে আমাকে খুব ভালবাসতেন এবং রাজনৈতিক বিষয়ে নানা পরামর্শ দিতেন। তার সাথে আমার সম্পর্ক শুধু রাজনৈতিক ছিলো না, সামাজিক সর্ম্পকও ছিলো।

রাজনীতিতে ক্লিনম্যান খ্যাত এই রাজনীতিক আরো বলেন, ৫ আগষ্ট ছাত্র জনতা যে উদ্দেশ্য করে আত্মত্যাগ দিয়েছেন, সেটার ফসল ঘরে তুলতে হলে শুষ্ঠুভাবে নির্বাচন সফল করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র ৩ বছর রাজনীতি করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর তার স্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা এদেশের মানুষের পক্ষে কথা বলার অপরাধে আজকে তার এই অবস্থা। আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই সংগ্রামী, কারন সবাই রাজপথের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের আয়োজনে মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আবুল কালাম।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, প্রয়াত হানিফ কবিরের ছোট ভাই আলামিন কবির, প্রয়াত হানিফ কবিরের ছেলে মহানগর বিএনপি নেতা সায়েম কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল বলেন, হানিফ সাহেবের অবদান আমরা কখনই ভুলতে পারবো না। আওয়ামী দুঃশাসনের আমলে তার বাড়িতে অনেক হামলা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হানিফ কবির সাহেবকে ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব দিতে চেয়েছিলেন কিন্তু তিনি নেননি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লা, বরকত উল্লাহ বুলু, মহানগর বিএনপি নেতা সোলেইমান, মেজবাহ উদ্দিন স্বপন, হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, হাজী তাহের আলী, রোমান চৌধুরী, শহীদ হাসান, আলী আজগর, মনির মল্লিক, ফজলুল হক, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর বেপারী, আলতাব হোসেন ইব্রাহীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মিশন পাড়াস্থ নবাব সলিমুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলান মাসুদুজ্জামান জামিল।