না’গঞ্জ-৫ আসনে হাল ছাড়েনি মাসুদ অনুগামীরা: কিনলেন মনোনয়নপত্র

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির শীর্ষ নেতারা। তারা এই আসন নিয়ে এখনো আশাবাদী চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান দিবেন এবং মাসুদের হাতেই ধানের শীষের ঝান্ডা তুলে দিবেন।

২৬ ডিসেম্বর শুক্রবার সকালে প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে জেলা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। মনোনয়ন ফরম সংগ্রহ প্রক্রিয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর খান সেন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নূরুদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মহানগর কমিটির সদস্য হাজী ফারুক হোসেন, মাহবুব উল্লাহ তপন, আলমগীর হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম নুরুন্নাহার, মহিলা দলের নেত্রী সাজেদা খাতুন মিতা সহ অন্যান্য নেতাকর্মী।

এসময় নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন মাসুদুজ্জামান। তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে ওঠা একজন সংগঠক হিসেবে তিনি দলের সংকটময় সময়ে যেমন পাশে থেকেছেন, তেমনি উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্পষ্ট দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।তাঁর নেতৃত্বে তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব, এতে আমাদের কোনো সন্দেহ নেই। এই জনপদের মানুষের স্বপ্ন পূরণে তাঁর বিকল্প নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।