সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিলেন বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ওইদিন বিএনপির নেতাকর্মীরা তাকে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেয়ার জন্য ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছিলেন।
এরি মাঝে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় মহানগরীর বরফকল মাঠে মাসুদের নির্বাচনী অফিসে নেতাকর্মীদের জমায়েত হওয়ার নিদের্শ দিয়েছেন মাসুদের নির্বাচনী নীতিনির্ধারণী শীর্ষ নেতারা।
এই খবরে নেতাকর্মীরা ধরে নিয়েছেন মাসুদুজ্জামান নির্বাচনে বহাল থাকছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি তার নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের কথা শুনবেন এবং কথা বলবেন। তবে শেষতক তিনি কি সিদ্ধান্ত নেন সেটা দেখার অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী। মাসুদের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণায় যেনো নারায়ণগঞ্জবাসীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। নারায়ণগঞ্জের মানুষ মাসুদকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন।
তবে বিএনপির শীর্ষ নেতারা আশাবাদী মাসুদ নির্বাচনে থাকবেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জ ও বন্দরবাসীর সেবা করবেন।
এর আগে ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পারিবারিক ও নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নির্বাচনে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাসুদুজ্জামান মাসুদ।
মাসুদের এমন ঘোষণার পর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল মাসুদের সঙ্গে কথা বলেন এবং তিনি মাসুদকে বলেন, যেকোনো বিষয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণার আগে ২৪ ঘন্টা ভেবে দেখার জন্য সময় দেন।
১৭ ডিসেম্বর বিকেলে মাসুদের নেতাকর্মীরা জানান, মাসুদ নির্বাচনে থাকবেন এবং নির্বাচন করবেন। সেই লক্ষ্যে মাসুদের সঙ্গে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর বরফকল মাঠের নির্বাচনী অফিসে মতবিনিময় করবেন এবং সেখান থেকেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এদিকে এদিন রাতেই মাসুদ নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।


