সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বন্দর থানা যুবদল।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশে মহানগর যুবদলের সদস্য পারভেজ খান ও জোনায়েদ মোল্লার জনির আয়োজনে আব্দুল হাকিমের সার্বিক সহযোগীতায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বন্দর থানাধীন যুবদলের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।


