সান নারায়ণগঞ্জ
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগরীর তল্লা বড় জামে মসজিদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সোমবার বাদ এশা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।
একই দিন সোমবার দুপুরে মহানগর যুবদলের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের পরিচালনায় মহানগর যুবদলের কমিটির নেতৃবৃন্দসহ মহানগর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


