সান নারায়ণগঞ্জ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের আয়োজনে কোরআন খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর শুক্রবার সকালে এটিএম কামাল এর নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়ার নিজ বাসভবন সোনারগাঁও ভবনে এই কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার চৌধুরী ইমন, মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক আর আহমেদ মনির, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ সিব্বির, মহানগর বিএনপি সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, জেলা গার্মেন্ট শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ১৬নং ওয়ার্ড যুবদল নেতা মিজানুর রহমান গাজী, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির তাইফুর হক নাবিন, শাইখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, রাজিব ইবনে রায়হান তুর্জয়, মঈনুল হক নাজিন, ব্যবসায়ী এটিএম জামাল, জাহিদ আহমেদ, মোঃ আরিফ, তাজিম, সোহেল রায়হান প্রমুখ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি এটিএম কামাল এর অসুস্থ মা নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।


