ধানের শীষের প্রার্থী মান্নানকে বিজয়ী করতে কাজ করবে সোনারগাঁও স্বেচ্ছাসেবক দল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে কাজ করবে জেলা ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দীন সালু।

২৪ নভেম্বর সোমবার বিকেলে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও সালাউদ্দীন সালুর সঙ্গে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। ওই সময় সালু বলেন, আপনি নিশ্চিন্তে থাকেন আপনার যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবো। এ সময় একে অপরকে খেজুর খাইয়ে দিয়ে মিষ্টিমুখ করান। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন।

যদিও এর আগের দিন ২৩ নভেম্বর রবিবার বিকেলে কাঁচপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত ৫ নেতাকে নিয়ে সভা করেছিলেন সালাউদ্দীন সালু। এর একদিন পর তিনি দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মান্নানকে বিজয়ী করতে কাজ করার প্রতিশ্রুতি দিলেন।