হার্ডলাইনে কেন্দ্রীয় বিএনপি: গিয়াসপন্থী এক নেতা বহিষ্কার, দুইজনকে শোকজ!

সান নারায়ণগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইনে যাচ্ছে কেন্দ্রীয় বিএনপি। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরোধীতা করায় যুবদলের একজন নেতাকে সরাসরি বহিষ্কার এবং আরও দুইজন নেতাকে শোকজ করেছে বিএনপির কেন্দ্রীয় যুবদল। তারা প্রত্যেকেই জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের অনুগামী হিসেবে পরিচিত।

জানাগেছে, ২১ নভেম্বর শুক্রবার রাতে সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ প্রধানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আজহারুল ইসলাম মান্নানের বাতিলের দাবিতে ভাড়াটিয়া লোকজন দিয়ে মশাল মিছিল করেন। ওই ঘটনার ঘন্টা খানিক পর কেন্দ্রীয় যুবদল তার প্রাথমিক সদস্য পদ সহ সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আশরাফ প্রধানকে বহিষ্কার ঘোষণা করে।

এর আগে গত ১৮ নভেম্বর সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোডে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে ভাড়া করা লোকজন দিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নাম ও ব্যানার ব্যবহার করে মানববন্ধনে লোক সরবারহ করেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন ও মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম। এই ঘটনায় ওইদিনই যুবদলের এই দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ দেন কেন্দ্রীয় যুবদল।

এদিকে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। মনোনয়ন ঘোষণার পর সোনারগাও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানায় রীতিমত ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন মান্নান। প্রতিটি সভা সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের সমাগম ঘটছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরোদমে ভোটের মাঠে নেমেছেন।