আমি নমিনেশন না পাইলেও ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু ষড়যন্ত্র করতাম না: মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে এক বিশাল সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বলেছেন, আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন, আজকে যারা ষড়যন্ত্র করছেন যদি তাদের মধ্য থেকে কেউ একজন মনোনয়ন পেতো তাহলে আমি তাদের সাথে নিয়া ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না।

তিনি আরো বলেন, মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসাথে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নাই। আসুন দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করি। ধানের শীষের পক্ষে থাকুন, ষড়যন্ত্র পরিহার করুন।

জানাগেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ সহ লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণপ্রচারণায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

২১ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ডের নাভানা সিটি মাঠে বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ হাজার নেতাকর্মী বিভিন্ন ইউনিটের খন্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে অতিথি হিসেবে তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।

মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, বাদশা খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্ণেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু, জুবায়ের, থানা যুবদল নেতা আরাফাত রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।