আড়াইহাজারে এক রাতে আট বাড়ী লুটপাট, দুই বাড়ীতে ডাকাতি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৭ নভেম্বর সোমবার দিবাগত রাতে একই রাতে ৮ বাড়ীতে লুটপাট ও ২ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনাগুলো ঘটেছে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা ও রায়পুরা গ্রামে। লুটেরা ও ডাকাত দল প্রতিটি বাড়ী থেকে সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা এলাকাবাসি জানান, এর আগে উচিৎপুরা গ্রামে একটি সংঘর্ষের ঘটনা পরিদর্শণে গিয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিনের গাড়ী ভাংচুরও পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আড়াইহাজার থানায় একটি পুলিশের উপর হামলার মামলা হওয়ার পর থেকে ওই এলাকার পুরুষ লোকজন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই মাঝে মাঝে অপরিচিত কিছু লোকজন ওই এলাকায় গিয়ে লোকজনদেরকে বাড়ীতে না থাকার জন্য হুমকী দিয়ে আসে।

ভয়ে লোকজন বাড়ী ঘর তালবদ্ধ করে পালিয়ে থাকার সুযোগে সোমবার দিবাগত রাত অনুমান ১টারদিকে প্রায় ৩০/৪০ জনের একদল সশস্ত্র লোক ওই গ্রামে গিয়ে ওই গ্রামের আনোয়ার, বাবুল মিয়া, আমানুল্লাহ, এবাদুল্লাহ, মোশারফ, নুরু মিয়া, মানিক এবং সাত্তারের বাড়ী ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।

অপর দিকে একই দিন দিবাগত রাত অনুমান ২টার দিকে পার্শ্ববর্তী রায়পুরা গ্রামে কফিলউদ্দিনের ছেলে আবুল, সোহেল, বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল আক্রান্ত পরিবার গুলোর সদস্যদেরকে মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে
নগদ টাকা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুটে নেয়।

আড়াইহাজার থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, পুলিশ এ্যসাল্ট মামলার
আসামীরা এলাকায় প্রবেশ করার জন্য নিজেরাই লুটপাটের ঘটনার নাটক সাজিয়ে থাকতে পারে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে।