ফতুল্লায় বিপ্লব ও সংহতি দিবসে মশিউর রহমান রনির শোডাউন

সান নারায়ণগঞ্জ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে শোডাউন করেছেন নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মী নিয়ে রনি সবাইকে তাক লাগিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেন।

৭ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড হতে শুরু করে লিংক রোডের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগ আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র আহবানে যুবদলের হাজার হাজার নেতাকর্মী সাইনবোর্ডে এসে জড়ো হয়। বিভিন্ন এলাকার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রনির বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে রনির নেতৃত্বে বিশাল শোডাউন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। র‍্যালিটি সাইনবোর্ড হতে শুরু করে লিংক রোডের বিভিন্ন পয়েন্টে পদক্ষিণ করে ভূইগড়ে এসে শেষ করে।