সিদ্ধিরগঞ্জ জুড়ে ‘মান্নানকে এমপি হিসেবে দেখতে চাই’ ব্যানার ফ্যাস্টুনে ছয়লাপ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসন সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০টি ওয়ার্ড। সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তা আছে সবার শীর্ষে। সেই ধারাবাহিকতার আভাস পড়েছে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের মাঝেও। সিদ্ধিরগঞ্জেও বিএনপির নেতাকর্মীদের মাঝে মধ্যমণি হয়ে ওঠেছেন রাজপথের ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতা মান্নান। সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা মান্নানকে এমপি হিসেবে দেখতে চেয়ে নিজ উদ্যোগে ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে ফেলেছে পুরো সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা।

জানাগেছে, ইতিমধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন। ১০নং ওয়ার্ড থেকে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ সহ বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে সর্ব সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। মান্নানের পক্ষে এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক সারা ফেলেছেন।

৯ অক্টোবর বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেখা গেলো বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও এমপি হিসেবে দেখতে চেয়ে ব্যানার ফ্যাস্টুন সাটিয়েছেন। ১০নং ওয়ার্ড থেকে ১নং ওয়ার্ডের হাজীগঞ্জ, পাঠানটুলি, চৌধরীবাড়ি, তাঁতখাণা, ২নং ঢাকেশ্বরী, বার্মা স্টান্ড, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ পুল, বটতলা, কদমতলী সহ প্রতিটি এলাকায় মান্নানকে এমপি হিসেবে দেখতে চেয়ে ব্যানার ফ্যস্টুন দেখা গেলো।