সোনারগাঁয়ের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মান্নান

সান নারায়ণগঞ্জ

১ অক্টোবর বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওতাধীন কাঁচপুর ইউনিয়ন এবং সাদিপুর ইউনিয়নের ১০টি পুজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এ সময় মান্নানের নেতৃত্বে সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দরের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর, সহ সভাপতি সেরাজুল, জজমিযা, জসিম, বিল্লাল, সেলিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।