বিএনপির প্রবীণ নেতা অসুস্থ ফজলুল হক চেয়ারম্যানের শয্যাপাশে মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা ফজলুল হক বার্ধক্যজনিত নানা রোগে অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবৎ শয্যাশয়ী আছেন। ১ অক্টোবর বুধবার বিএনপির প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় ছুটে গেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি ফজলুল হকের সঙ্গে কথা বলেন এবং সকলের কাছে তার আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন মান্নান।

এ সময় আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে ছিলেন- সোনারগাঁ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ খান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রসমত আলী, নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দলের সহ-সভাপতি হাজী কিসমত আলী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তরের সম্পাদক ফারুক হোসেন, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মনা, সদস্য সচিব মোজ্জাম্মেল হক সহ উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শ্রমিক দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ।