সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগরঞ্জ জেলার সোনারগাঁয়ে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল। গত বৃহস্পতিবার সকালে র‍্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১১র একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে বুধবার আনুমানিক ৮ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিও জব্দ করা হয়।

আটককৃত আসামিরা হলো- মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ দুলু মোল্লা, মোঃ নাসির, তরিকুল ইসলাম ও মোঃ আশিক মিয়া।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।