সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেছেন, আমি নেতা হতে চাই না -আমি হতে চাই আপনাদের চোখের আস্থার মানুষ। আমি এসেছি সেবক হয়ে, ভাই হয়ে -স্বার্থ ছাড়া, শর্ত ছাড়া পাশে দাঁড়াতে।
১ আগস্ট শুক্রবার কাজীরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নিজ বক্তব্যে তিনি বলেন, এই মাটিতেই আমার শৈশব কেটেছে। প্রতিটি রাস্তা, প্রতিটি কান্না আমার চেনা। আমি স্বপ্ন দেখি এমন একটি ইউনিয়নের, যেখানে মা-বোনেরা নিরাপদে থাকবে, গরিবের সন্তানরা সম্মানের সঙ্গে স্কুলে যাবে, বিচার হবে সবার জন্য সমান, আর মাদকের কোনো জায়গা থাকবে না।
তিনি আরও বলেন, আমি এখনই কারও কাছে ভোট চাইছি না। চাই আপনাদের বিশ্বাস ও দোয়া। যদি মনে করেন আমি আপনাদের দুঃখ বুঝি, অন্যায়ের সামনে মাথা নত করবো না—তবেই আমাকে সুযোগ দিন।
সভা সফলভাবে আয়োজনের জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান কাজীরগাঁও জামে মসজিদের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী এবং সেক্রেটারি প্রধান মানিক সরকারকে। তাঁদের আন্তরিক সহযোগিতায় সভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সভায় হাজী আশরাফ উদ্দিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে বলেন, “মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক, এই ইউনিয়নে তার ঠাঁই হবে না।
তার বক্তব্যে উপস্থিত সাধারণ মানুষ ব্যাপক সাড়া দেন। এক প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, “রাজনীতি অনেক দেখেছি, কিন্তু এমন আন্তরিকতা ও দায়িত্ববোধ বহুদিন পর দেখলাম। আশা করি উনি কথা রাখবেন।
সভা শেষে হাজী আশরাফ উদ্দিন মসজিদে নামাজ আদায় করেন এবং মুসুল্লিদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।