সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একঝাঁক কলম সৈনিক প্রেসক্লাবকে সক্রিয় ও প্রাণবন্ত করার লক্ষ্যে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শুক্রবার ব্রাক্ষ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর শিবপুরের স্বপ্নদ্বীপ রিসোর্টের উদ্দেশ্যে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ঘাট থেকে নৌযানে নৌ ভ্রমণ যাত্রা শুরু করেন সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের একঝাঁক সাংবাদিকবৃন্দ।
নৌ ভ্রমণে অংশগ্রহণ করেছেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মো: আসাদুজ্জামান নুর, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক দিনকাল, দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক জহিরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির সাংবাদিক মুহাম্মদ আল আমিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রথম দিগন্ত কাজী সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ, ভোরের আকাশের আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক সোনারগাঁ টাইমসের সম্পাদক মোঃ শাহাজালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক নওরোজের আকতার হোসেন, সংগঠনটির প্রচার সম্পাদক সাপ্তাহিক সোনার বাংলার ড. আজগর আলী, আইন বিষয়ক সম্পাদক সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।