সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। ১০ মে শনিবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক, স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে মটরসাইকেলে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে ১ হাজার ৯শ ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছিল। এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ৯ মে রাত্র আনুমানিক পৌনে ১২টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ দশতলা এলাকার মোস্তফা ফার্নিচারের সামনে চিটাগাং টু ঢাকা হাইওয়ে রোডের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মোঃ জিলানী ও মোঃ হৃদয়কে গ্রেপ্তার করে এবং তাদের নিকট হতে ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরো জানায়, র্যাব-১১ গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৮৫ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১০৭ জন গ্রেপ্তার, ধর্ষণ মামলায় ৪৯ জন গ্রেপ্তার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেপ্তারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৭৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১।
পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেপ্তারসহ ৩৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৭৬ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।