বিকেএমইএ এর কার্যক্রম আরো গতিশীল করতে প্রথম সভায় সিদ্ধান্ত গ্রহণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ এর পরিচালনা পর্ষদ (২০১৯-২০২১) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আগামীতে নীট শিল্পের অগ্রগতি, নতুন বাজার সম্প্রসারণে বিভিন্ন মেলার আয়োজন সহ নানা মুখী উদ্যোগের মাধ্যমে বিকেএমইএ এর কার্যক্রমকে আরো গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বিকেএমইএ থেকে নীট সেক্টরে ব্যাংকিং সেবা কার্যক্রম, আইনী সহায়তা ও কাস্টমস সেবা সহ আলাদা আলাদা দপ্তরের জন্য বোর্ডের পরিচালকদের মাধ্যমে পৃথক সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিকেএমইএ এর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত পর্ষদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

টানা পঞ্চম বার নির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আবু আহমেদ সিদ্দিক, জিএম ফারুক, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, নাসিমুল তারেক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবীর হোসেন, তারেক আফজল, মজিবুর রহমান, মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, এমআই সিদ্দিক (সেলিম মাহবুব), মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া, ইমরান কাদের তুর্য, রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল, মির্জা আকবর আলী চৌধুরী।