বিজয় দিবসে একজন মুক্তিযোদ্ধার সন্তানের প্রত্যাশা

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আমরা বিন¤্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব জাতীয় বীরদের যাদের অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। হানাদার বাহিনীর বর্বরতার দাঁতভাঙা জবাব দিয়ে বাংলার অকুতোভয় বীর যোদ্ধারা সেদিন আমাদের প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করেছিল। তাদের অসামান্য অবদানের ফলেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আজ দাড়িয়ে আছে একটি স্বাধীন ভূ-খন্ড। আর আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা।

‘আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছি অত্যাচারী পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে। আমাদের স্বাধীনতার সংগ্রাম ছিল দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও আমাদের সকল অর্জন দুর্নীতি নামক দানবটি খেয়ে ফেলছে। মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের তবেই আমাদের স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ। তবেই আমাদের বিজয় দিবস মনে উৎফুল্লতা এনে দেবে। জয় হোক বিজয় দিবসের, জয় হোক সকল বীর মুক্তিযোদ্ধার।

শেখ কামাল হোসেন
লেখক: একজন মুক্তিযোদ্ধার সন্তান