কেন্দ্রীয় ছাত্রলীগের জয় ও লেখককে জেলা ও মহানগর ছাত্রলীগের শুভেচ্ছা অভিনন্দন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। ১৬ সেপ্টেম্বর সোমবার এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নারায়ণগঞ্জ ছাত্রলীগ।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শুভেচ্ছা অভিনন্দন জানান নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সেক্রেটারি আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান ও মহানগর ছাত্রলীগের সেক্রেটারি হাসনাত রহমান বিন্দু।

বিবৃতিতে তারা বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এমপি একেএম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ কোন রকম বিতর্কের বাহিরে থেকে রাজনীতি করছে। পরিচ্ছন্ন সচ্ছ সংগঠন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। নারায়ণগঞ্জের ছাত্র সমাজের আইডল একেএম অয়ন ওসমানের দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ ছাত্রলীগ জনসেবামুলক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে নারায়ণগঞ্জ ছাত্রলীগ তার সুনাম অক্ষুন্ন রেখে কাজ করে যাবে। আমরা সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় দুই নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগ পাওয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

১৬ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করন। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন নাহিয়ান ও লেখক।

এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অসীম কুমার বৈদ্য, সরকার রায়হান জহির, সাংগঠনিক সম্পাদক বাধন, তাহসান আহমেদ রাসেল, বেনজীর হোসেন নিশি প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের মধ্যে ছিলেন সভাপতি সনজিত ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

কেন্দ্রের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট সদ্য দায়িত্বপ্রাপ্ত দুই নেতার সঙ্গে পৃথক পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা রোববার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন নাহিয়ান জয় ও লেখক ভট্টাচার্য।

প্রসঙ্গত নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।