নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও র‌্যালী করেছে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এসেব) এর নারায়ণগঞ্জ ইউনিট। ‘এসেব’ নারায়ণগঞ্জ ইউনিটের সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৯ সেপ্টেম্বর সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া ইউনিটের উদ্যোগে বেগম মঞ্জিলে ডঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এসেব) এর আমলাপাড়া ইউনিটের সভাপতি ইউনূস আলীর সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, শিক্ষায় শ্রেষ্ঠ জয়িতা বুলু আবেদিন, এসেবের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি দেলোয়ার হোসেন টিপু, উপদেষ্টা ফাইজুল বাসার ফয়েজ, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম চিন্টু, সাংগঠনিক সম্পাদক আনন্দ দাস, পাইকপাড়া ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান, কলেজ রোড ইউনিটের সাধারণ সম্পাদক এম আর শাহিন, সাংগঠনিক সম্পাদক সজিব, আবির, আমলাপাড়া ইউনিটের সাধারণ সম্পাদক শামিম, সাংগঠনিক সম্পাদক আমিনুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনমূলক বক্তব্য দেন অতিথিরা।

রবিউল হোসেন তার বক্তব্যে বলেন, চারদিকে ডেঙ্গু নিয়েই আলোচনা। কেননা, এ বছর রাজধানীতে ডেঙ্গু হানা দিয়েছে পূর্ণশক্তি নিয়ে। ডেঙ্গু ভাইরাসজনিত রোগ, এর তেমন কোনো ওষুধ নেই। নেই কোনো ভ্যাকসিন, যদিও ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চলছে। তাই এখন পর্যন্ত প্রতিরোধই একমাত্র ভরসা। সচেতনতাই প্রধান পদক্ষেপ। তাই মাদের সচেতন থাকতে হবে। এদেশে যে কোন সমস্যা সামাধানে শিক্ষক ও শিক্ষার্থীরাই উদ্যোগ নিয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়তে শিক্ষক ও শিক্ষার্থীরাই আগে এগিয়ে আসতে হবে।