একুশে আগস্ট গ্রেনেড হামলা: অয়ন ওসমানের পক্ষে ছাত্রলীগের শোডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ ছাত্রলীগ। একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা শোডাউন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ওই আলোচনা সভায় যোগদান করেছেন।

জানাগেছে, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট বুধবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে জেলা আওয়ামীলীগের স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমানের পক্ষে জেলা ও মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্রলীগের মূল মিছিলের সাথে যুক্ত হয়ে শহরের চাষাঢ়ার শহীদ মিনারে আয়োজিত স্মরণ সভায় একত্রে যোগদান করেন। অয়ন ওসমানের দিক-নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের বিশাল সুশৃঙ্খল মিছিলটি শহরে তাক্ লাগিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, ডা. আবু জাফর চৌধুরী বীরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসদ উর রউফ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশীদ ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল, সেক্রেটারি এম শওকত আলী ও সোনারগাঁও আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূ্ইঁয়া প্রমূখ।

এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, মহানগর মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সেক্রেটারি মিজানুর রহমান সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ, সেক্রেটারি আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সেক্রেটারি হাসনাত রহমান বিন্দু ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।