ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী, প্রতিহতের ঘোষণা দিল জেলা আওয়ামীলীগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এখনও ষড়যন্ত্র চলছে। জেলা আওয়ামীলীগ সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ষড়যন্ত্রকারীদের প্রতি হুশিয়ারী দিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেছেন, নারায়ণগঞ্জেও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৬ জুন চাষাড়া বোমা হামলা করে এমপি একেএম শামীম ওসমানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই বোমা হামলায় ২১ জন নেতাকর্মী নিহত হয়।

২১ আগস্ট বুধবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে একুশে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় আওয়ামীলীগের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল বলেছেন, আব্দুল হাই ও বাদল ভাই যেকোন সিদ্ধান্ত নিলে সেটাই সঠিক আওয়ামীলীগের জন্য। এর মধ্যে কোন বিতর্ক থাকতে পারে না। আর থাকবেও না। কারণ তাদের সাথে হাজার হাজার মানুষ আছে। আমাদের সাথে একেএম শামীম ওসমান আছে। আমরা কোন কিছু চিন্তা করি না। উপরে আল্লাহ নিচে মাটি। আমরা এগিয়ে যাবো। জেলা কমিটি এগিয়ে যাবে। জেলার কমিটির এই দুজনের সিদ্ধান্ত তারপর আমরা যারা আছি তাদের নিয়ে বসে যেকোন সিদ্ধান্ত নিলে সেটাই কার্যকর হবে। কেউ বলেন লোক নাই, ঢাল নাই তলোয়ার নাই। আছে শুধু নিধিরাম সর্দার। তাহলে চলবে না। একটা মিটিং করে দেখান না! যেকোন ব্যাপারে পারেন নাইতো নারায়ণগঞ্জে কোন মিটিং করতে বা কোন কিছু করতে। অতএব কোন নেতা নিয়ে কোন বাজে কথা বলবেন না।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, ডা. আবু জাফর চৌধুরী বীরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসদ উর রউফ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশীদ ভূঁইয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল, সেক্রেটারি এম শওকত আলী ও সোনারগাঁও আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূ্ইঁয়া প্রমূখ।

এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, মহানগর মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সেক্রেটারি মিজানুর রহমান সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ, সেক্রেটারি আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সেক্রেটারি হাসনাত রহমান বিন্দু ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।