ফতুল্লার ভূইগড়ে জমি নিয়ে বিরোধ, একমাস পর মামলা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ভূইগড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার ১মাস ৮ দিন পরে ৩০ জুলাই রাতে আমজাদ হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ মামুন মাসুদ ও হিমেলের বিরুদ্ধে মারামারি ও চাদাবাজির অভিযোগ তুলে মামলা করেছেন।

এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লার কুতুবপুর ভূইগড় এলাকায় জমিজমা নিয়ে মৃত ফালু মিয়ার ছেলে আমজাদ হোসেনের সাথে বিরোধ চলছে একই এলাকার হাজী আবুল হাসেম মিয়ার ছেলে এনামুল হক মামুনের সাথে। আমজাদের দাবী- মামুন ও তার ভাই মাসুদ এবং আবেদ মিয়ার ছেলে হিমেল ১০ লাখ টাকা চাঁদা দাবী করছে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় আমজাদকে মারধর করেছে মামুন মাসুদ গংরা। এ ঘটনা ঘটেছে গত ২২ জুন রাত ৬টায়।

এলাকাবাসীর দাবী তাদের মধ্যে টাকা পয়সা ও জমির সীমানা নিয়ে দ্বন্দ চলে আসছে। বেশ কয়েক বার বিচার হলেও মিমাংসা না হওয়ায় থানা পর্যন্ত গড়িয়েছে।