নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত এক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় শামীম নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

৩ জুলাই বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মাদক ব্যবসায়ী শামীম পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি শামীম চাঁদপুর জেলার আলী আরশাদ আলীর ছেলে।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট অ্যাডভোকেট জাসমীন আহম্মেদ জানান, ৮’শ পিছ ইয়াবার একটি মামলায় আসামি শামীমের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি আরও জানান, এছাড়াও এ মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড যা অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানাগেছে, ২০১৮ সালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় চেক পোস্টের সামনে শামীম নামের এক ব্যক্তি ঘুরাঘুরি করতে থাকে। এসময় পুলিশ ঐ সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে ৮’শ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।