যেভাবে চালকদের অজ্ঞান করে গাড়ি নিয়ে পালায়, সোনারগাঁয়ে দুই সদস্য গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুুলিশ। ১২ জুন বুধবার ভোরে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে ফারুক ও সামসুর রহমান নামের দুই অজ্ঞানপার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জানাগেছে, অজ্ঞান পার্টির সদস্য ফারুক হোসেন আড়াইহাজারের মনোহরদী এলাকার সাইজউদ্দীনের ছেলে ও শামসুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মানিক মিয়ার ছেলে।

জেলা পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে মোগড়াপাড়া চৌরাস্তার রহমান ম্যানশনের সামনে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে অজ্ঞানপার্টির দুই সদস্য জানায়, তারা সিএনজি, অটোরিকশার ড্রাইভারদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে যায়। পথিমধ্যে অভিনব কায়দায় সুকৌশলে ওরা পানি কলা বিস্কুট খাওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে ড্রাইভারকেও ওদের হাতে ঘুমের ওষুধের তৈরী বিস্কুট খাইয়ে দেয়। এর কয়েক মিনিট পর ড্রাইভার অচেতন হয়ে পড়ে তখন অজ্ঞান পাটির সদস্যরা সিএনজি, অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।