ছিনতাই প্রতিরোধে চলছে অভিযান: সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ১৮

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ শহরে ছিনতাই প্রতিরোধে চলছে পুুলিশের অভিযান। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের হাতে এবার মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে পুলিশের চলমান অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা ধরণের অপরাধে নারী সহ ১৮জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

২৮ মে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে এসব আসামিদের প্রেরণ করা হয়। আগের দিন রাত থেকে সকাল পর্যন্ত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- নারায়ণগঞ্জ শহরের ২২৭ দেওভোগ পাক্কারোড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ওরফে ফকির চাঁন, ১১৬নং ডিএন রোড গলাচিপা এলাকার তারা মিয়ার স্ত্রী শামীমা, বন্দর উপজেলার দিঘলদী এলাকার মৃত আনসার আলীর ছেলে আব্দুল করিম, নলুয়াপাড়া এলাকার জামাল উদ্দিন মিয়ার ছেলে নিঝুম, চাঁনমারী এলাকার শহিদুল্লাহর ছেলে আলম প্রকাশ আলী, সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার মোঃ আলীর ছেলে রিপন, জালকুড়ি এলাকার শরীফ মিয়ার ছেলে জুয়েল, চাঁনমারী বস্তি এলাকার ওমর ফারুকের ছেলে ফয়সাল, এলএন রোড এলাকার ইসমাইলের ছেলে ইরফান, ১নং বাবুরাইল এলাকার শংকর দাসের ছেলে গোপাল দাস, নুরে আলম, জাকির হোসেন, বিশ্বজিৎ দে, সাইফুল, সানি, আব্দুল করিম, হাসান।

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। তার সঙ্গে অভিযানে ছিলেন এসআই শাহাদাত হোসেন, এএসআই সামসুজ্জামান সহ তাদের সঙ্গীয় একাধিক ফোর্স।