অটিজম সমাজে অবহেলিত নয়: বন্দর ওসি রফিকুল ইসলাম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, অটিজম সমাজে অবহেলিত নয়। তারাও সমাজের মানুষ। সেবার মাধ্যমেই তাদের গড়ে তুলতে হবে। প্রতিটি অস্বাভাবিক মানুষকে আমরা আদর করব, ভালবাসা দেব, স্নেহ করব এই হবে আমাদের প্রত্যাশা।

২৫ মে শনিবার সকালে বন্দরের দক্ষিন কলাবাগ ডা.একেহক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমিতে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অটিজম আক্রান্ত লোকজনকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে পুরো জনগোষ্ঠীকে এদের সম্পর্কে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির আওতায় আনার পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তাদের অবহেলা না করে সহানুভতি দেখানোর আহ্বান করছি। বলেন তিনি।

ডা.এ.কে.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির সভাপতি একেএম ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, স্থানীয় সমাজ সেবক সামসু প্রধান, ইউসুফ মেম্বার, জসিম উদ্দিন, সহকারী শিক্ষক সেতু আক্তার ও মাহমুদা মুক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।