সান নারায়ণগঞ্জ
বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি মুহাম্মদ শাহআলমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার ঘোষণা করেছে বিএনপি।
৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এখানে আরো উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দীন। একইভাবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি ছিলেন শিল্পপতি মুহাম্মদ শাহআলম। দুজনই দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে খেজুর গাছ প্রতীকে সমর্থন দেয় বিএনপি।


