অসহনীয় পর্যায়ে নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা: এটিএম কামাল

সান নারায়ণগঞ্জ

নির্ভীকের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এটিএম কামাল বলেন, “সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা “নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। দিন দিন শহর বসবাসের অযোগ্য হচ্ছে। এত সমস্যা নিয়ে নগরবাসী যে কিভাবে শান্ত আছে এটা নিয়ে আমার মনে প্রশ্ন জাগে। সকল নাগরিক সমস্যা সমাধানে নগরবাসীকেই এগিয়ে আসতে হবে। আওয়াজ তুলতে হবে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জের শহরের অসহনীয় যানজট, হকার সমস্যা ও ছিনতাইকারীদের কবল থেকে নগরবাসীর জীবন রক্ষার দাবীতে ২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় প্রেস ক্লাব চত্ত্বরে পরিবেশবাদী মানবাধিকার সংগঠন “নির্ভীক” এর মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এটিএম কামাল আরো বলেন, নগরীর ফুটপাতে এখন হাটার জায়গা নাই। ছিনতাইকারীদের জন্য সাধারণ মানুষ এখন শহরে অবাধে চলাচল করতে ভয় পায়। অসহনীয় যানজট এখন নগরবাসীর নাভিশ্বাসের কারন। নারায়ণগঞ্জকে রক্ষায় ও এসকল সমস্যা সমাধানে এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। নগরের প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশন, ডিসি অফিস, এসপি অফিস, বিকেএমইএ, চেম্বার অফ কমার্স ঘেরাও করবো।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দীন আহমেদ, জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির, জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষক ইসমাইল মাষ্টার, নির্ভীক জেলা সমন্বয়ক শাহরিয়ার চৌধুরী ইমন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী এটিএম জামাল, জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা নির্ভীক সমন্বয়ক শেখ সুজন, সাংস্কৃতিক কর্মী শাহীন আউয়াল, পার্বতী রানী দাস, সংগঠক শেখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, দুলাল হোসেন, তাইফুর হক নাবিন, তাজিম আহমেদ, জিয়াউদ্দিন ভূঁইয়া, সোহেল আহমেদ প্রমুখ।