হাদীসহ রাজনীতিকদের ‍উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ

ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার সাদিপুর এশিয়ানর হাইওয়ে সড়কে সোনারগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসাইন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোর্শেদ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল হক ভুঁইয়া মেম্বার, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি রুবেল হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়া, সেলিম হোসেন দিপু, রুবেল হোসেন, রিপন সরকার রাকিব, সোহেল রানা সহ স্থানীয় এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।