বেসরকারে শিক্ষক ও কর্মচারীদের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি। আপনারা সুশিক্ষা ও নৈতিকতার আলো দিয়ে আগামী প্রজন্মকে গড়ে তোলেন। আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ রচিত হয়।

তিনি আরও বলেন, আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শিক্ষাবান্ধব বহু পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি সন্তানকে মানসম্মত শিক্ষা দিতে তিনি আজীবন চেষ্টা করেছেন। এসব পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি হলো তার দ্রুত সুস্থতা। তাই সারাদেশের শিক্ষক সমাজসহ সকলের কাছে নেত্রীর জন্য দোয়া কামনা করছি।

৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার শিল্প নগরী হাই স্কুল মাঠে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা খাতে সাম্য ও সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা দেশ ও জাতির কল্যাণে অত্যন্ত প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের আহবায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন, মহাসচিব মো. রফিকুল ইসলাম, সোনারগাঁ শাখার সভাপতি এইচ এম মনিরুজ্জামান, মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সদস্য বিএম ডালিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, বিএনপি নেতা রাকিব হাসান, হান্নান বেপারীসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

দোয়া মাহফিল শেষে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নবনির্বাচিত নেতৃত্বের অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।