সান নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদ্য বহিষ্কার প্রত্যাহারকৃত সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রাথমিক সদস্য পদে ফিরেই পূর্বের তার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পদবী সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক পদটি ব্যবহার করছেন। এদিকে তাঁকে বহিষ্কারের সময় দলীয় সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিবৃতিতে তাঁকে শুধু প্রাথমিক সদস্য ফিরিয়ে দেয়ার বিষয়টি উল্লেখিত করলেও তিনি দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে আবারও তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ ব্যবহার করছেন এবং নিজেকে স্বপদে দাবিও করছেন।
এছাড়া অভিযোগ ওঠেছে যে, বহিষ্কার থেকে প্রত্যাহারকৃত হয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে দলীয় মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধচারণ করতে বিভিন্ন সভা সমাবেশ ষড়যন্ত্রমূলক কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন ইকবাল হোসেন।
সূূত্র বলছে, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাসের ভেতর তর্ক করায় চালককে পিটিয়ে রক্তাক্ত এবং বাধা দেয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বিএনপির এক দলীয় বিবৃতিতে ইকবালসহ আরও অন্যান্য বিএনপির সমর্থকদের ২০২৫ সালের ১৩ নভেম্বর বহিষ্কার আদেশ ফিরিয়ে শুধুমাত্র প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। কিন্তু ইকবাল হোসেন আবারও দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে না নিজেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক দাবি করছেন। সেই সাথে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যানার ফেস্টুনে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করা হয়েছে এমন প্রচারণা করে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে।
যার ফলে স্থানীয় বিএনপি নেতারা দাবি জানায়, আবারও তাঁকে দলীয় ভাবে নির্দেশনা প্রদান করা হোক সতর্কতা অবলম্বন করে দলীয় পদ পদবী ব্যবহার করা এবং বিএনপিতে যেন বিভ্রান্তি যেন না ছাড়ানো হয়। সেই সাথে তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধচারণ করতে বিভিন্ন সভা সমাবেশ ষড়যন্ত্রমূলক কার্যক্রম প্রক্রিয়াধীন রাখায় তাঁকে পুনরায় শোকজ করার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটিসহ জেলা বিএনপিকে দাবি জানানো হয়।
এদিকে বিএনপি থেকে বহিষ্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এসএম আসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে দুইদিন আগে দল থেকে বহিষ্কার প্রত্যাহার করে নিলেও ১৮ নভেম্বর বিএনপির দলীয় প্রার্থী মান্নানের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তারা ও তাদের অনুগামী নেতাকর্মীদের নিয়ে। বিএনপিতে ফিরেই তিন নেতা সরাসরি দলের তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে দলের বিরুদ্ধে কাজ করা শুরু করেছেন।


