এসপির ইফতার পার্টিতে আ’লীগ ও বিএনপি নেতা সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীর অংশগ্রহণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে জেলা পুলিশের আয়োজনে ইফতার দোয়া মাহফিলে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, আলেম ওলামা এবং এতিম শিশুরাও এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। জেলা পুলিশের এই ইফতার দোয়া মাহফিলের ঘটনা নারায়ণগঞ্জে বিরল। যেখানে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ছিলেন পুলিশের বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

২৩ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এডিশনাল আইজিপি (প্রশাসন) মোঃ মইনুর রহমান চৌধুরী, এডিশনাল আইজিপি (ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ) আব্দুস সালাম (পিপিএম), এডিশনাল আইজিপি (পুলিশ হেডকোয়ার্টার্স) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২ বিজিপির অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিন, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী, নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এসএম আকরাম, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল সহ বিভিন্ন ইলেক্ট্রনিক, অনলাইন ও প্রিন্টু মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মচারী, আইনজীবী, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)। পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ শহর একটি শান্তিপূর্ণ শহরে পরিণত হয়েছে। অদ্যকার ইফতার মাহফিলে মাননীয় মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের গণ্যমান্যদেরকে একত্রিত করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রদান করেন।