ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভয়েস তৈরি করে মান্নানের বিরুদ্ধে বানোয়াট প্রচারণা


সান নারায়ণগঞ্জ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ভয়েস নকল করে বক্তব্য তৈরি করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও প্রপাগাণ্ডা চালিয়ে আসছে বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে নেতাকর্মী ও সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আজহারুল ইসলাম মান্নান।

১০ নভেম্বর সোমবার আজহারুল ইসলাম মান্নান গণমাধ্যমে বিবৃতিতে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসী সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েস এডিট করে ষড়যন্ত্রকারীদের বিভিন্ন পক্ষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রাণপ্রিয় দল বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় সম্মানিত নেতাদের জড়িয়ে অসত্য মিথ্যা বানায়োট বক্তব্য প্রচার করে যাচ্ছে।

দলীয় নেতাকর্মী ও আমার সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলছি আপনারা এসব অপপ্রচারে মিথ্যা বানোয়াট প্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। সকলে সজাগ থাকবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট অপপ্রচার থেকে সতর্ক থাকুন।