তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানালেন বিএনপি নেতা খোরশেদ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তিনজন সাহসী সংবাদকর্মীর উপর সংঘটিত বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়কারী ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক বার্তায় খোরশেদ বলেন গণমাধ্যম কর্মীদের উপর এমন হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি সত্য প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। সংবাদপেশার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সত্য বলার পথে কাউকে থামানো যাবে না — গণমাধ্যমের কণ্ঠ রোধ করা মানে জনগণের কণ্ঠ রোধ করা। স্বাধীন সাংবাদিকতা একটি মুক্ত সমাজের মূলভিত্তি।