সান নারায়ণগঞ্জ
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও সাগর প্রধানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের ভাঙ্গারপুল এলাকায় ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।
এ সময় শতাধিক ফলজ, বনজ এবং ওষুধি গাছ রোপন করা হয় এবং সাধারণ মানুষের মাঝে গাছ বিতরণ করা হয়। সেইসাথে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং কয়েকটি হাঁস পানিতে ছেড়ে দেয়া হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য মমতাজ উদ্দিন মন্তু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল বর্তমান কমিটি রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছেনা। ৫১ সদস্যের আহবায়ক কমিটিতে রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। ইউনিট কমিটিগুলোতে যদি রাজপথের নেতাকর্মীদের মূল্যায়ন করা না হলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
তারা আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা নারায়ণগঞ্জ মহানগরের যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধ হই। সবাই দলের পক্ষে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই অঙ্গিকারে আমরা এগিয়ে যাবো। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা নুরুজ্জামান, জাকির হোসেন, জুয়েল রানা, নূর আলম, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, বাপ্পি শিকদার, দুলাল, রাবিদ হাসান মিম, মাসুম, শরীফ, সুজনসহ নেতৃবৃন্দ।

