বারদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বপন কুমার দাস

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বারদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী স্বপন কুমার দাস।

২১ অক্টোবর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়- শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত এডহক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

গঠিত কমিটিতে সভাপতি হিসেবে স্বপন কুমার দাস, শিক্ষক সদস্য সেলিম মিয়া, অভিভাবক সদস্য আব্দুল আলী এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৫(২) অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করবে। তবে ২০১১ সালের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

এদিকে স্বপন কুমার দাস সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বারদী এলাকায় আনন্দের জোয়ার বইছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজসেবীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনকারী স্বপন কুমার দাস দীর্ঘদিন ধরে শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর নেতৃত্বে বারদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ নতুন দিগন্তে পৌঁছাবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ফলাফলের ধারাবাহিকতা রক্ষা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।