মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষের কাছে যাবেন: বাবু

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানই ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।

১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বেশকটি এলাকায় হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করে ধানের শীষ প্রতীকের পক্ষে ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন বাবু।

তিনি বলেন, ইনশাহআল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে আজহারুল ইসলাম মান্নান আমাদের সাথে একসাথে কাধে কাধ মিলিয়ে সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষের কাছে যাবেন।

এ সময় তিনি মান্নানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান মমিনুর রহমান বাবু।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বেশকটি এলাকায় হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করে ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগানে শ্লোগানে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। এ সময় তিনি সর্ব সাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন এবং মান্নানের পক্ষে সর্ব সাধারণকে সালাম জানিয়েছেন।

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মধ্যে সোনারগাঁয়ের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী মাঠ চাঙ্গা রেখেছেন আজহারুল ইসলাম মান্নান। এবার সোনারগাঁও উপজেলার মতই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডেও মান্নানের পক্ষে অবস্থান নিয়েছেন সিদ্ধিরগঞ্জের বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে এবার মান্নানের পুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে শোডাউন দিয়েছে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল, বাতানপাড়া, তালতলা, আব্দুল আলী পুল, মাইজপাড়া, বড়বাড়ি, চৌধুরীপাড়া, বসু মার্কেট, মৌচাক, কান্দাপাড়া, মদিনা মসজিদ, নাজু মার্কেট, রহিম মার্কেট, সানারপাড় বাস স্টান্ড এলাকা সহ বেশকটি এলাকায় এই শোডাউন করে লিফলেট বিতরণ করা হয়।

এই সময় ধানের শীষের পক্ষে ব্যানার ফ্যাস্টুন প্লেকার্ড হাতে মিছিলে মিছিলে প্রকম্পিত করেন এবং এলাকায় সাধারণ মানুষের মাঝে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব ও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু ছাড়াও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, মাহাদী হাসান মিঠু, সদস্য আনিসুল হক বাবু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, ইসলাম সাদ্দাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সুহিন, এম আর কর্নেল, সদস্য রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল, মিরাজ, মোঃ শফিকুল ইসলাম প্রিন্স, রাজু আহমেদ, মিজান, মোহাম্মদ রনি, মোঃ সোহাগ, সদস্য স্বেচ্ছাসেবক দল থানা সহ এবং দশটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।

একই সঙ্গে ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মুকুল, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ১নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল জুবায়ের খান, ২নং ওয়ার্ড ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ফাহিম, সদস্য জয় সিয়াম আহমেদ সাগর, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনাস, হাবিব, ৮নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি আলামিন, ছাত্রদল নেতা ফয়সাল সহ থানা স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে লিফলেট বিতরণ করা হয়।