সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০টি ওয়ার্ডকে সোনারগাঁও উপজেলার সঙ্গে যুক্ত করে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসন। এর আগে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনেও একইভাবে ছিল এই আসনটি। ওই সময়ও আজহারুল ইসলাম মান্নান বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন সিদ্ধিরগঞ্জে এসে। কিন্তু এবার তিনি সিদ্ধিরগঞ্জের মানুষের মাঝে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছেন। এই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে হেভিওয়েট প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তার নির্বাচনী প্রচার প্রচারণা সোনারগাঁও উপজেলার মতই সমানতালে চলছে সিদ্ধিরগঞ্জে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, সিদ্ধিরগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জের বেশকটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মান্নানের পক্ষে লিফলেট বিতরণ করেছেণ নেতাকর্মীরা। পুরো সিদ্ধিরগঞ্জ জুড়ে ‘আজহারুল ইসলাম মান্নানকে এমপি হিসেবে দেখতে চাই’ দাবিতে ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে।
আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সিকদার, সদস্য সচিব রেদোয়ান হাসান পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম সহ সংগঠনটির নেতাকর্মীরা পুরো সিদ্ধিরগঞ্জে মান্নানের ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে ফেলেছেন। এসব নেতাকর্মীরা মনে করেন, মান্নান দলের ত্যাগী নেতা, তাকে দল মুল্যায়ণ করবে। সেই হিসেবে তিনি দলটির মনোনয়ন পাবেন। একই সঙ্গে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে যাচ্ছেন নেতাকর্মীরা।
এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের ৮টি পূজা মণ্ডপে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে তার উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা পৌছে দেন বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গত শনিবার মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের শীর্ষ পর্যায়ের প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ ছাড়াও জেলা মহিলা দলের সাবেক সভাপতি নূরুন্নাহার বেগম ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা সরাসরি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ করছেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিনই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করছেন এবং মত বিনিময় করছেন। একই সঙ্গে মান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অনেকে কৌশলগত কারনে এখনই মান্নানের পক্ষে না নামলেও তারা মান্নানের জন্য শুভ কামনা জানিয়ে তার পক্ষে নির্বাচনে কাজ করবেন বলে জানাচ্ছেন। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণকালে দলমত নির্বিশেষে সকলের মাঝে মান্নানের পক্ষে সাড়া পাওয়া যাচ্ছে।